Tuesday, 16 May 2023
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত তৃতীয় মিডিয়া অলিম্পিয়াড ২০২২।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নার্গিস সুলতানা চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া কারুকাজে সাজানো হয় অনুষ্ঠানস্থল-সহ ক্যাম্পাস এলাকা। অনুষ্ঠানের প্রথম পর্ব সকালে সারা দেশ থেকে আসা বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। এতে বিজয়ী প্রথম বিশজন প্রতিযোগীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।
এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র মো. নাহিদ সাইফুল্লাহ, মো. শাহপরান মারুফ, মো. মইনুল মোরসালিন।
এতে অন্যদের মাঝে বক্তৃতা করেন তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু’র বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, বিশিষ্ট সিনেমাটোগ্রাফার ও সোসাল মিডিয়া ব্যক্তিত্ব হাসান আল বান্না ও বাংলাদেশ মিডিয়া এজেন্সির পরিচালক নজরুল ইসলাম।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় অন্যদের মাঝে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, রেহানা সুলতানা, লেকচারার হাসানুল বারি, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন, সংগীতশিল্পী ওবায়দুল্লাহ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও হামিম যাবেদ মিয়াজি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল নাগরিক টিভি, ইংরেজি দৈনিক নিউ এজ ও মানবজমিন।